কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ফুটপাত দখল: উচ্ছেদ করা হোটেলের খাবার বিলিয়ে দেয়া হল দরিদ্রদের

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবৈধভাবে দখন করে থাকা ফুটপাতে অভিযান চালিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন। এসময় উচ্ছেদ করা হয়েছে বেশকিছু খাবারের দোকান। পরে উচ্ছেদ করা হোটেলের খাবার বিলিয়ে দেয়া হয়েছে দরিদ্রের মাঝে।

রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মেরিনা নাজনীন।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ফুটপাত দখল করে খাবারের হোটেল গড়ে উঠেছে। আমরা উচ্ছেদ অভিযানের সময় হোটেলটির খাবার নষ্ট না করে তা দরিদ্রদের মাঝে বিতরণ করেছি।

তিনি আরও বলেন, সরকার পুনর্বাসনের ব্যবস্থা করেছে। হকার্স মার্কেটে দোকানের ব্যবস্থা করেছে। তবু কেউ কেউ ফুটপাত দখল করে। বারবার উচ্ছেদের পরেও স্থায়ী সমাধান হচ্ছে না। প্রতিদিন উচ্ছেদের ক্ষমতাতো আমাদের নেই।

পাঠকের মতামত: