কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ফেনীতে শিক্ষার্থীদের পার্কে আড্ডা; আটক ২৫

ফেনীতে স্কুল কলেজের পোষাক পরে  ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের সময় ক্লাস ফাঁকি দিয়ে বিজয়সিং দিঘীর পড়ের পার্কে  আড্ডা দেয়ার সময় রবির দুপুরে  পুলিশের  কিউ আর এফ টিম  (কুইক রেসপন্স ফর ফিমেল )  ২৫ জন ছাত্র- ছাত্রীকে আটক করেছে।  এদর মধ্যে ১০ ছেলে এবং ১৫ জন মেয়ে। দীঘ দিন থেকে উঠতি বয়সী বেশ কিছু ছাত্র-ছাত্রী –শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের সময় ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন পার্কে, বিনোদন কেন্দ্র ও চায়নিজ রেষ্টুরেন্টে আড্ডা দেয়। এ ধরনের সংবাদের ভিত্তিতে  পুলিশের বিশেষ টিম কিউ আর  এফ  অভিযান চালায়। ঘটনা স্থলে অভিযানের দায়িত্বরত পুলিশ ইনেসপেক্টর ফেরদৌসী গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। কিউ আরে এফ জেলা পুলিশ সচেতনতা বৃদ্ধির জন্য  একটি বিশেষ টিম গঠন করেছে।

 

রবিবার দুপুর ১২ টার দিকে  শতরতলীর  সাকিট হাউজ রোডের বিজয়সিং দিঘীর পড়ের পারকে পুলিশ ইনেসপেক্টর ফেরদৌসীর নেতৃত্বে সাদা পোশাকের উপর জেকেট পরিহিত কিউ আরএফ  টিমের মহিলা পুলিশ সদস্যরা অভিযান চালায়।  দুপুর ৩ টায় শেষ খবর পাওয়া পযন্ত আটক ছাত্র-ছাত্রীকে ফেনী মডেল থানায় রাখা হয়েছে। অতিরিক্ত পুালশ সুপার বদরুল মোল্লা মুঠোফোনে সংবাদিকদের জানান- পুলিশ সুপার এখন পযন্ত এদের ব্যপারে কোন নির্দেশনা দেননি। নির্দেশনা পেলে সে হিসাবে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: