কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ফেরি ডুবি: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে যানবাহনসহ উল্টে যাওয়া ফেরি আমানত শাহের উদ্ধার কাজ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা অভিযান শুরু করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজও ফেরির ভেতরে আটকা পড়া এবং ডুবে যাওয়া ট্রাক উদ্ধারের চেষ্টা চালানো হবে।

এদিকে, পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় গত বুধবার (২৭ অক্টোবর) রাতে পাটুরিয়ায় পৌঁছানোর কথা থাকলেও ফেরি ডুবির ১৫ ঘণ্টা পার হয়ে গেলেও পাটুরিয়ায় পৌঁছায়নি। ফলে, ফেরি এবং ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে সংশয় দেখা দিয়েছে।

এর আগে, বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকসহ ১৭টি যানবাহন নিয়ে ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়ার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। তবে ফেরি দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত: