কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বন্যহাতির বিরুদ্ধে জিডি করলেন কৃষক!

ফসলের ক্ষতি সাধন করায় চট্টগ্রামের বোয়ালখালী থানায় হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বিকেলে এ ডায়েরি করেন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার ও দলিল লেখক নিপুল কুমার সেন।

নিপুল কুমার সেন জানান, জ্যৈষ্ঠপুরায় গত কয়েক বছর যাবত হাতির উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। একারণে প্রায় সময়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকসহ সর্বস্তরের মানুষ। গত শুক্রবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত হাতির পাল জ্যৈষ্ঠপুরায় আমার জমিতে অন্তত ২০ মন ধান এবং ধানের গোলা নষ্ট করেছে। এনিয়ে বারবার প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মোকারমের সাথে পরামর্শ করে তিনি হাতির ক্ষতির বিরুদ্ধে ডায়েরি করতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল করিম জানান, হাতির কারণে ক্ষতিগ্রস্ত এক পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এজন্য কি  ব্যবস্থা নেয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত: