কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সম্মাননা অনুষ্ঠান ও প্রীতিভোজ সম্পন্ন

 

শাহেদ হোছাইন মুবিন:
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা, দাতা, সাবেক ও বর্তমান পরিচালনা কমিটি, প্রতিষ্ঠাতাকালীন শিক্ষক এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ও প্রীতিভোজ সম্পন্ন হয়েছে।

রবিবার, ( ০৯ জানুয়ারি ২০২২) সকাল ১০টায় কুতুপালং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরবিন্দু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের মাননীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ বদরুল আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, থাইংখালী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম এ রহিম হেলালী, রাজাপালং ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও দাতা সদস্য ইন্জিনিয়ার হেলাল উদ্দিন, দাতা সদস্য বদিউল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, দাতা সদস্য কবির আহমেদ, দাতা সদস্য বিকিরণ বড়ুয়া, রিদুয়ানুল হক চৌধুরী সহ প্রতিষ্ঠাতা, দাতা সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এধরণের অনুষ্ঠান শিক্ষাক্ষেত্রে এলাকার জনগণকে সচেতন করবে ও উন্নয়নের শিখরে পৌঁছে দিবে। এবং মাদক মুক্ত সমাজ ও জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন’র পাশাপাশি শিক্ষার হার উত্তরোউত্তর বৃদ্ধি পাবে।

অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুপন দেওন জি, রাহুল বড়ুয়া ও সিনিয়র শিক্ষিকা রিতা বালা দে’ র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উখিয়া উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা, দাতা, সাবেক ও বর্তমান পরিচালনা কমিটি, প্রতিষ্ঠাতাকালিন শিক্ষক, অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সম্মাননা ক্রেস তুলে দেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেদিয়ে সমাপ্তি খটে।

পাঠকের মতামত: