কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

“বল ছুঁড়ি মাদকমুক্ত দেশ গড়ি” : উখিয়ায় থ্রো-বল দলের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক::

আন্তর্জাতিক অঙ্গনে ভারত-ইংল্যান্ড- অস্ট্রেলিয়ার মতো দেশে ব্যাপক জনপ্রিয় থ্রো-বল খেলা।
বাংলাদেশে খেলাটি অপ্রচলিত হলেও ২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ সহ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় থ্রো-বল দল।

সম্প্রতি সীমান্ত উপজেলা উখিয়াতেও গঠিত হয়েছে থ্রো-বল দল। একমাসের প্রশিক্ষণ শেষে বুধবার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উখিয়ার ২০ জন ক্ষুদে থ্রোয়ারদের হাতে জার্সি তুলে দেন
কক্সবাজার জেলা থ্রো বল এসোসিয়েশনের সভাপতি নুরুল কবির পাশা।

এসময় তিনি বলেন, জাতীয় -আন্তর্জাতিক অঙ্গনে উখিয়ার তরুণ থ্রোয়ারদের পৃষ্ঠপোষকতায় পাশে থাকবে জেলা থ্রো বল এসোসিয়েশন

উখিয়ায় নবগঠিত থ্রো বল টির প্রশিক্ষক হিসেবে আছেন জাতীয় থ্রো-বল দলের সহকারী কোচ আবুল বাসার ও সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ক্রীড়া সংগঠক মোহাম্মদ আলমগীর।

প্রশিক্ষক আবুল বাসার জানান, “বল ছুড়ি,মাদক মুক্ত দেশ গড়ি'” মুলমন্ত্রে উখিয়ার তরুণ সম্ভাবনাময় খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে দলটি।

নতুন ধরনের এই খেলার সাথে পরিচিত পেরে উচ্ছ্বসিত খেলোয়াড়েরা,নিয়মিত অনুশীলনে এই দল থেকে সৃষ্টি হবে আন্তর্জাতিকমানের থ্রোয়ার আশাবাদ সংশ্লিষ্টদের।

পাঠকের মতামত: