কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ৩৪ জলদস্যু। জমা দিয়েছেন তাঁদের হাতে থাকা অস্ত্র ও গুলি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে তাঁরা আত্মসমর্পণ করেছেন।

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যাব-৭ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়া এলাকার এসব জলদস্যুর আত্মসমর্পণের খবরে জেলে পল্লীগুলোতে স্বস্তি ফিরে এসেছে।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, সাগরের ত্রাস বাইশ্যা ডাকাত বাহিনীর তিনজন, খলিল বাহিনীর দুজন, রমিজ বাহিনীর একজন, বাদশা বাহিনীর তিনজন, জিয়া বাহিনীর দুজন, কালাবদা বাহিনীর চারজন, ফুতুক বাহিনীর তিনজন, বাদল বাহিনীর একজন, দিদার বাহিনীর একজন, কাদের বাহিনীর একজন, নাছির বাহিনীর তিনজন ও আরো কয়েকটি বাহিনীর ১০ জনসহ মোট ৩৪ জলদস্যু ৯০টি দেশি-বিদেশি অস্ত্র,  দুই হাজার ৫৬ রাউন্ড গুলি ও কার্তুজ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান।

পাঠকের মতামত: