কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আতিকুর রহমান মানিক::

কক্সবাজার শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বড় বাজার এলাকায় সোমবার (১৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
এ অভিযানে বড় বাজার এলাকার শাহবাগ হোটেলকে মূল্য তালিকা না রাখা ও নোংরা পরিবেশ খাবার প্রস্তুত করার অপরাধে ৫ হাজার টাকা, সবজি বিক্রেতা শাহ খলিল এন্টারপ্রাইজকে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকা, আলুর পাইকারী দোকাম সুশান্ত বাণিজ্যালয়কে পাকা ভাউচার না রাখার অপরাধে ২ হাজার টাকা, ভাই ভাই সবজি বিতানকে মূল্য তালিকা না রাখার অপরাধে ২ হাজার টাকা ও তারা সবজি বিতানকে ওজনে কারচুপির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় বড় বাজার এলাকার ক্রোকারিজ মার্কেটে ভোক্তা আইন সম্পর্কে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা কর হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা ও অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন সদর মডেল থানার এক দল সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

পাঠকের মতামত: