কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

হংকং-এ সংঘর্ষ

বিক্ষোভের সময় শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি

বহুতল গাড়ি পার্কিং ভবন থেকে পড়ে যাওয়া হংকংয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহান্তে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলাকালে এ শিক্ষার্থী সেখান থেকে পড়ে গিয়েছিল। শুক্রবার হাসপাতালের কর্মকর্তারা একথা জানান।

এদিকে এ নগরীতে কয়েক মাসের সহিংস সমাবেশের পর এ মৃত্যুর ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র এলেক্স চোউ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৯মিনিটে মারা যায়। কুইন এলিজাবেথ হাসপাতাল খবরটি নিশ্চিত করেছে।
সিউং কোয়ান ও জেলায় গভীর রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর সোমবার ভোরে অচেতন অবস্থায় চোউকে হাসপাতালে নেয়া হয়।

গাড়ি পার্কিংয়ের ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়। সে অচেতন অবস্থায় সেখানে পড়েছিল। বিক্ষোভকারীরা ওই ভবন থেকে ইট-পাথর ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সেখানে টিয়্যার গ্যাস নিক্ষেপ করেছিল।

চোউ কিভাবে আহত হয়েছে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে তিনি পাঁচ মাস ধরে চলা বিক্ষোভে অংশ নিচ্ছিছিলেন।

পাঠকের মতামত: