কক্সবাজার, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

বিশ্বকাপজয়ী মার্টিনেজের জায়গা হলো না দলে

তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমিলিয়ানো মার্টিনেজের। গোলপোস্টের এই অতন্দ্রপ্রহরী নৈপুণ্য দেখিয়ে জিতে নিয়েছিলেন গোল্ডেন গ্লাভস তথা সেরা গোলকিপারের পুরস্কার। তবে বিশ্বজয়ের পরই মুদ্রার উল্টো পিঠ দেখলেন মার্টিনেজ।

বিশ্বকাপ জয়ের উদ্‌যাপন শেষে ছুটি কাটিয়ে দলে যোগ দিয়েছিলেন মার্টিনেজ। অনুশীলনেও দেখা গেছে তাকে। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষককে নিয়েই একাদশ সাজাবেন কোচ এমনটাই ধরে নিয়েছিল সবাই। তবে রোববার (২ জানুয়ারি) টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে অ্যাস্টন ভিলার একাদশে জায়গা হয়নি মার্টিনেজের।

আর্জেন্টাইন গোলরক্ষকের বদলে সুইডেনের রবিন ওলেসনে আস্থা রাখেন ভিলা কোচ উনাই এমেরি। ম্যাচটিও ভিলা জিতে নিয়েছে ২-০ গোল ব্যবধানে।

বিশ্বকাপ জয়ের পর গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। মেসি সতীর্থের দৃষ্টিকটু উদ্‌যাপন নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকী ফ্রান্সের তরফে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে অভিযোগ পর্যন্ত জানানো হয়েছে।

 

বিষয়টি ভালো লাগেনি অ্যাস্টন ভিলায় মার্টিনেজের কোচ উনাই এমেরির। তার উদ্‌যাপনকে বাড়াবাড়ি বলে আখ্যা দিয়েছিলেন তিনি। এদিকে, গুঞ্জন রয়েছে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া এই গোলকিপারকে রাখতে চাইছেন না ভিলা কোচ। আসন্ন দলবদলে তাকে বিক্রি করে দেয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে।

মার্টিনেজের জায়গায় সেভিয়ার ইয়াসিন বুনুকে নেয়ার চেষ্টা চলছে। বিশ্বকাপে গোলকিপারদের মধ্যে মার্টিনেজ এবং ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচের পাশাপাশি নজর কেড়েছিলেন মরক্কোর বুনুও।

ইউরোপিয়ান গণমাধ্যমে দাবি, ক্লাব এবং মার্টিনেজের বিচ্ছেদ কার্যত চূড়ান্ত। তার বিদায় এখন কেবল সময়ের অপেক্ষা। অবশ্য এ খবর চমকে দেয়ার মতোই। কারণ, আগে জানা গিয়েছিল এমেরি নিজে মার্টিনেজের সঙ্গে কথা বলে তার আচরণ সংযত করার চেষ্টা করবেন।

এদিকে, মার্টিনেজকে বেঞ্চে বসানো প্রসঙ্গে ভিলা কোচ বলেন, এটা আমাদের পরিকল্পিত ছিল। তার (মার্টিনেজ) বিশ্রামের প্রয়োজন রয়েছে।

পাঠকের মতামত: