কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ভাতিজাকে মাটিতে পুঁতে রাখা, চাচাসহ গ্রেফতার ৩

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মধ্যযুগীয় কায়দায় আপন ভাতিজা নূর ইসলামের (৩৫) দুই হাত পেছনে বেঁধে হত্যার উদ্দেশ্যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে তারই আপন চাচা আলিমদ্দিনসহ পরিবারের সদস্যরা। খবর পেয়ে নূর ইসলামকে উদ্ধার এবং ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ তন্তর গ্রামে এ ঘটনা ঘটে।

 

গ্রেফতারকৃত আলিমদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম এবং ছেলে মুক্তার হোসেনকে রবিবার সকালে আদালতে পাঠায় পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, তন্তর গ্রামের আবু তাহের মারা যাওয়ার পর সহোদর ছোট ভাই আলিমদ্দিন জাল দলিলে লিখে নেয়া কিছু জমি নিয়ে বিরোধ বাঁধে মৃত তাহেরের ছেলে নূর ইসলামের সঙ্গে। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সুরাহা মিলেনি। শনিবার দুপুরে আলিমদ্দিন ও তার স্ত্রী-ছেলে মাটি গর্ত করে নূর ইসলামের দুই হাত পেছনে রশি দিয়ে বেঁধে কোমর পর্যন্ত পুঁতে রাখে।

পুলিশ জানায়, এ বিষয়ে নূর ইসলামের স্ত্রী বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় মামালা করেছেন। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: