কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভারতে তাজমহলের মতো বাড়ি বানিয়ে স্ত্রীকে উপহার

ভারতের মধ্যপ্রদেশে হুবহু তাজমহলের মতো দেখতে একটি বাড়ি বানিয়ে স্ত্রীকে উপহার দিয়েছেন এক শিক্ষাবিদ। মঞ্জুষা চৌকসে নামের এই ব্যক্তি বাস করেন রাজ্যটির বুরহানপুরে। সোমবার (২২ নভেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, অনুপ্রেরণার জন্য এই দম্পতি তাজমহল দেখতে আগ্রা গিয়েছিলেন। তারা এর স্থাপত্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাদের প্রকৌশলীদের কাঠামোগত বিবরণ নোট করতে বলেছিলেন।

বাড়িটি নির্মাণ করতে তিন বছর সময় লাগে। আসল তাজমহলের একটি ত্রিমাত্রিক চিত্রের ওপর ভিত্তি করে প্রকৌশলীরা এই নির্মাণকাজ শেষ করেছেন। বাড়িটি চারটি মিনারসহ ৯০ বর্গমিটার জায়গার ওপর নির্মিত।

পাঠকের মতামত: