কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ভাসানচরে আরও এক হাজার রোহিঙ্গা স্থানান্তর

দ্বিতীয় ধাপে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে আরো এক হাজার রোহিঙ্গাকে। দেশের শরণার্থী বিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, বার্তা সংস্থা-রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে জানান, আগামী কয়েকদিনের মধ্যে এ সব রোহিঙ্গাকে প্রথমে চট্টগ্রামে নেয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকলে, পরবর্তীতে তাদের ভাসানচরে স্থানান্তর করা হবে। শরণার্থী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সামসুদ দোজা জানান, ইচ্ছার বিরুদ্ধে কাউকে স্থানান্তর করা হচ্ছে না।

এরআগে প্রথম ধাপে ১৬শো রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়। তবে রোহিঙ্গা স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে আসছে, বিভিন্ন মানবাধিকার সংস্থা। চ্যানেল২৪

পাঠকের মতামত: