কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর হতে হবে সেচ্ছায়: জাতিসংঘ

ভাসানচরে স্থানান্তরের ক্ষেত্রে রোহিঙ্গারা যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এক্ষেত্রে নির্ভুল ও হালনাগাদ তথ্য সরবরাহেরও আহ্বান জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, যেসব শরণার্থী ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তর হবেন, তাদের সব মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করতে হবে। শরণার্থীদের সহযোগিতার জন্য সরকারকে সহায়তা করার কথাও জানিয়েছে জাতিসংঘ।

তবে, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম বা শরণার্থী শনাক্ত করার প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি বলেও অভিযোগ করেছে বিশ্বসংস্থা।

পাঠকের মতামত: