কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মদ না পেয়ে রং খেয়ে ৩ শ্রমিকের মৃত্যু

করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে মদের দোকান বন্ধ থাকায় ভারতের তামিলনাড়ুতে রং খেয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর চেংগালপাত্তু জেলায় গত রবিবার এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, শিবশঙ্কর, প্রদীপ এবং শিভারামান নামের তিন শ্রমিক মদ না পেয়ে রং এবং ভার্নিশ খান। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই এই তিন শ্রমিক মারা যান বলে জানা গেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মৃত ওই তিন শ্রমিকই মদ পান করতেন। তবে দোকান বন্ধ থাকায় মদ না পেয়ে হতাশা থেকেই তারা রং এবং ভার্নিশ খান।

ভারতে গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৭৮ জন। মারা গেছেন ১৩৬ জন।

পাঠকের মতামত: