কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মসজিদে তারাবির জামাতে অংশ নিতে পারবেন ১২ মুসল্লি

করোনাভাইরাস সংক্রমণ রোধে রমজান মাসে দেশের মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশগ্রহণ করতে পারবেন।

আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

ধর্ম মন্ত্রণালয় ইতোপূর্বে মসজিদে জুমার নামাজ আদায় ও জামাত বিষয়ে যেসব নির্দেশনা জারি করেছিল তাও কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার সার্কুলার জারি করবে মন্ত্রণালয়।

এদিকে, করোনাভাইরাসে দেশে নতুন করে সাতজনের মৃত্যু হওয়ায় এখন এ সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৪১৪ জন শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ মোট ১০৮ জন সুস্থ হয়েছেন।

পাঠকের মতামত: