কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের কর্মসূচী

উখিয়া বার্তা ডেস্ক:

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে৷

কর্মসূচীগুলো হল:

১, ২৬ মার্চ সূর্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ মিনারে একত্রিশবার তোপধ্বনি মাধ্যমে শুভ সূচনা।
২, সূর্যোদয়ের সাথে সাথে শহিদ মিনার পুষ্পস্তবক অর্পন।
৩, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পত্রিকা উত্তলন।
৪, সকাল ০৮ টায় উখিয়া উচ্চ বিদ্যালয়ের খালের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পত্রিকা উত্তলন, নতুন প্রজন্মেরের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করার লক্ষে কুচকাওয়াজ, সালাম গ্রহণ, ডিসপ্লে এবং দেওয়ালি প্রদর্শন।
৫, সকাল ০৯:৩০ টা টায় উখিয়া উচ্চ বিদ্যালয়ের খালের মাঠে স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান৷
৬, সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।
৭, স্ব স্ব উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ মন্দির গীর্জা ও প্যাগোড়া অন্যান্য উপসনালয়ে মোনাজাত/পার্থনা৷
৮, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন৷
৯, বিকাল ০৩ টায় প্রীতি বল প্রতিযোগিতা ( উপজেলা প্রশাসন একাদশ বনাম ইউনিয়ন পরিষদ একাদশ।
১০, সন্ধ্যা ০৬ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান৷

পাঠকের মতামত: