কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে সচেতনতায় পুলিশের প্রচারণা

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন ও মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে অপরাধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণা ও প্রচারপত্র বিলি করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা বাজার, মালুমঘাট বাজার ও হাসেঁরদিঘী এলাকায় এ প্রচারণা চালানো হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত নসিমন, করিমন, ভডভডি, ইজিবাইক, মোটর চালিত রিক্সা বা ভ্যান চালানো দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে হাইওয়ে পুলিশের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে আওতাভুক্ত এলাকার লোকজনের মাঝে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা ও প্রচারপত্র বিলি করা হয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, এএসআই বাদশা মিয়া, কনস্টেবল রাশেদুল ইসলাম, রাসেল ও বশির আহমদ।বিডি প্রতিদিন

পাঠকের মতামত: