কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মাটিই হবে আসল ঠিকানা

মো. আলী আশরাফ মোল্লাঃ

মাটির উপরে যতই দেখাও দম্ভ
মাটির নীচেই হবে আরেক জীবন আরম্ভ
মাটির উপরে যত ভালো কাজ করবে
মাটির নীচে হয়তোবা ততই সুখে থাকবে।

মাটির উপরে যারা পা ফেলবে সাবধানে
তারা কারো জন্য বিপদজনক হবে না তবে
মাটির উপরে যত পারো অন্যের উপকার করো
আখিরাতে ও আল্লাহ তায়ালা সহায় হবে তবে।

তোমার চাল চলনে আচার আচরণে
কষ্ট ব্যাথা পায় না যেন কেহ তবে
তুমি কারো ক্ষতির কারণ হও না যেন কখনো
এই কথাটি মনে রাখতে হবে সদা জাগরনে।

চলার পথে গাম্ভীর্য পরিহার করো
মানুষ কে ভালোবাসো উজার মনে
হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা ভুলে যাও
অহংকার করিও না কারো সাথে
এই সব করিলে পতন অনিবার্য হবে
কেউ ঠেকাতে পারবে না এই ভবে।

অযথা আনমনে খামখেয়ালি ভাবে
কারো কষ্টের কারণ হয়ো না যেন তবে
ইচ্ছেকৃতভাবে মানুষকে গালাগালি করলে
মানুষকে অন্যায় ভাবে আঘাত করলে
অন্যায় অসত্যকে সত্য বলে প্রচার করলে
মহান প্রভু অসন্তুষ্টি হবে তোমার তরে।

মাটির মানুষ মাটির সাথেই যাবো মিশে
মাটিই হবে আসল ঠিকানা
যতই সাজাই বাড়ি গাড়ি আলিসান কিছু
সবই রবে পরে যাবে না সঙ্গে কিছু।

বাড়ি গাড়ি ছেলে মেয়ে আত্নীয় স্বজন
কেহ তোমার সঙ্গী হবে না পর জীবনে
অন্ধকার কবরে অনন্তকাল থাকবে তুমি
সুখে দুঃখে কাউকে পাবে না পাশে।

পাঠকের মতামত: