কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মাদারীপুরের রাজৈরে গ্রাম আদালতের মাসিক সমন্বয় সভার অনুষ্ঠিত

গত ২৪ জানুয়ারী ২০২১ রাজরৈ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষেগ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে উপজেলা পর্যায়ে ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO)/ ইউনিয়ন পরিষদ সচিবদের সাথে মাসিক সমন্বয় সভা আয়োজন।
সভায় প্রকল্পভুক্ত উপজেলা পর্যায়ে ৯টি ইউনিয়নের ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO)/ ইউনিয়ন পরিষদ সচিবগণ অংশগ্রহন করনে।
সভায় বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ২০১৬ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম সফলতার সাথে পরিচালিত হচ্ছে। প্রকল্প প্রস্তাবনা অনুসারে প্রকল্পের মেয়াদান্তে গ্রাম আদালত স্থায়ীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট গ্রাম আদালত সহকারী কর্তৃক গ্রাম আদালত কার্যক্রম সংক্রান্ত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর নিকট হস্তান্তরের বিষয়ে উল্লেখ আছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পর এলাকার মাদারীপুর জেলার ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত (AACO)-দের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা উন্নয়নের পর দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে প্রকল্প এলাকার যেসকল ইউনিয়নে (AACO) নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে প্রকল্পের মেয়াদান্তে উক্ত ইউনিয়নসমূহে সংশিষ্টø ইউনিয়ন পরিষদ সচিব-এর নিকট গ্রাম আদালত কার্যক্রম হস্তান্তর করা হবে। বিধায়, গ্রাম আদালত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা, মসিক কর্মতৎপরতা পর্যালোচনা, সামগ্রিক বিষয়ে সমন্বয় ও যোগাযোগের মাধ্যমে সেবার মান উন্নয়ন, দাতা সংস্থা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে নিয়মিত প্রতিবেদন প্রস্তুত ও সরবরাহ করার উদ্দেশ্যে প্রকল্প এলাকার সংশ্লিষ্ট উপজেলা নির্বা হী অফিসারের নেতৃত্ব/সভাপতিত্বে (AACO)’দের সাথে নিয়মিত মাসিক সমন্বয় সভা আয়োজন করা হচ্ছে।

পাঠকের মতামত: