কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মাস্ক না পরায় প্রধানমন্ত্রীকে জরিমানা!

চার্চ পরিদর্শনের সময় সুরক্ষামূলক মাস্ক পরার আদেশ অমান্য করে জরিমানা গুণতে বাধ্য হচ্ছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়োকো বোরিসোভ।

৩০০ লেভস অর্থাৎ ১৭৪ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৫ হাজারের সমান।

কোভিড সংকটের মধ্যেই বিশেষ আমন্ত্রণে মঙ্গলবার গির্জা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ।

কিন্তু মুখের মাস্ক পরতে ভুলে যান। ‘ভুলে গেছি’ বললে আইন শুনবে কেন সে কথা? গোটা রাস্তা প্রধানমন্ত্রী গেছেন-এসেছেন মাস্ক ছাড়া। তাই আইন তো তিনি লঙ্ঘন করেছেনই।

কাজেই অন্যদের ক্ষেত্রে যে শাস্তি, প্রধানমন্ত্রীর জন্যও তাই। আর্থিক জরিমানা। এই অর্থদণ্ড প্রধানমন্ত্রীকেই গুনতে হবে।

কঠোর লকডাউন এবং মাস্ক পরার বাধ্যতামূলক করার কারণে বুলগেরিয়ার করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে এখনও অনেক ভালো রয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৯৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন।

কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন করে অন্তত ৬০৬ জন করোনায় সংক্রমিত হলে উদ্বেগ তৈরি হয়।

পাঠকের মতামত: