কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মা-মেয়েকে নির্যাতন: তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট

কক্সবাজারে গরু চুরির অভিযোগে মা- মেয়েসহ একই পরিবারের ৫ জনকে রশি দিয়ে বেঁধে নির্যাতন তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট। সোমবার (২৪ আগস্ট) এ আদেশ দিয়েছে হাইকোর্ট।

এর আগে কক্সবাজারে চার সন্তানসহ মাকে বেঁধে ৭ কিলোমিটার সড়ক ঘোরানোর পর উল্টো গরু চুরির মামলা দেয়া হয়েছে বলে জানা গেছে। ওই মামলায় কারাগারে পাঠানো হয়েছে পাঁচ জনকেই। তবে নির্যাতনের ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

এদিকে, রশি বেঁধে সড়কে ঘোরানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চকরিয়া উপজেলা প্রশাসন।

পাঠকের মতামত: