কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মিয়ানমারে নিহত ৫০০ ছাড়াল

মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে যাওয়া আহত কয়েকজনকে চিকিৎসার জন্য প্রবেশের অনুমতি দিয়েছে থাইল্যান্ড। নৌকাযোগে তারা সালইউইন নদী পাড়িয়ে থাইল্যান্ডের ম্যা স্যাম লায়ে গ্রামে প্রবেশ করেন। তারা মিয়ানমারের কারেন জাতিগোষ্ঠীর লোক। গত মঙ্গলবার থাইল্যান্ডের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এদিকে মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামের একটি সংগঠন এ তথ্য জানিয়েছে। রয়টার্স।

তারাও আরও জানিয়েছে, সোমবারও ১৪ জন নিহত হয়েছে। খবর রয়টার্স।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার নীতি অনুসরণ করছে না। যদিও এর আগে থাই সেনাবাহিনীর বরাত দিয়ে এ সংক্রান্ত খবরে বলা হয়েছিল, মিয়ানমারের নাগরিকদের তারা ফিরিয়ে দিচ্ছে। কেননা শরণার্থীদের গ্রহণ করলে সীমান্ত পরিস্থিতি অবনতি হতে পারে। সোমবার মানবাধিকার আন্দোলনকর্মীরা অভিযোগ করেছে, থাইল্যান্ড হাজার হাজার শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে। যদিও থাই কর্মকর্তারা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

পাঠকের মতামত: