কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মিয়ানমারে সু চির দলের এমপিকে গুলি করে হত্যা

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নবনির্বাচিত সংসদ সদস্য হতি জাওকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দেশটির উত্তর শান রাজ্যে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন।

এ ঘটনায় রোববার সু চির দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এটিকে রাজনৈতিক সহিংসতা বলে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্সের।

ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির মুখপাত্র মিও নায়ান্ত জানান, কায়াউকমি শহরে বাড়ির পাশে একটি দোকান পরিচালনা করতেন এ নবনির্বাচিত সংসদ সদস্য হতি জাও। সেই দোকানের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়।

মিও নায়ান্ত আরও জানান, গুলি তার বুকের ডান পাশে লাগে। আহত অবস্থায় হতি জাওকে চাকমে জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পাঠকের মতামত: