কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মিয়ানমার থেকে সাঁতরে এলো মহিষের পাল

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে একটি মহিষের পাল প্রবেশ করেছে টেকনাফে। সাতঁরে আসা ১৯টি মহিষ বিজিবির হেফজতে নেয়া হয়। রোববার সকালে টেকনাফের হ্নীলার ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে আসলে মহিষ গুলো কাস্টমকে হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে প্রবেশকালে ১৯টি মহিষ পাওয়া গেছে। এসব মহিষের কোন মালিক পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে জেনেছি মহিষ গুলো মিয়ানমার থেকে নাফনদী সাঁতারে এপারে চলে এসেছে। পরে মহিষ গুলো টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত: