কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মিয়ানমার সম্পর্কে জাতিসংঘকে তথ্য দিল ফেসবুক

রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকা মিয়ানমার সেনাবাহিনীদের পরিচালিত কয়েকটি ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের তথ্য জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের সরবরাহ করার কথা জানিয়েছে কোম্পানিটি।

ফেসবুকের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘এই তদন্ত এগিয়ে চলার সঙ্গে আমরা প্রাসঙ্গিক তথ্য দিয়ে সহযোগিতা করতে থাকব। ’

জাতিসংঘ এর আগে জানিয়েছিল, ফেসবুক তাদের কোনো তথ্য দিয়ে সাহায্য করছে না।

প্রধান তদন্তকারী কর্মকর্তা এখন কিছু তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার তিনি জানান, ‘আমাদের আগের অনুরোধের ভিত্তিতে প্রথম কিছু তথ্য দিল ফেসবুক।

আইসিজেতে মিয়ানমারের নামে মামলা করা গাম্বিয়াকেও ফেসবুক এর আগে তথ্য দিতে অস্বীকৃতি জানায়। দেশটিকে এখন তারা তথ্য দেবে কি না, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।

পাঠকের মতামত: