কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার বাঞ্ছারামপুর উপজেলার মোটরসাইকেলচালক আশরাফুল ইসলাম, হবিগঞ্জ জেলার মো. আব্দুল্লাহ (৫৫) ও আলামিন। তবে আলামিনের বাড়ির ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানায়, আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস সিলেটে যাচ্ছিল। বাসটি বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ সামনে পড়ে যায়। তখন মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত বাসের দুই যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। নিহত ব্যক্তিদের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পাঠকের মতামত: