কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বের হওয়া নিষিদ্ধ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটি চলাকালে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী প্রস্তাবগুলো অনুমোদন করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এক উপজেলা বা এক জেলা থেকে অন্য উপজেলা বা জেলায় যাওয়া যাবে না। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এটি সতর্কভাবে বাস্তবায়ন করবে। একইসঙ্গে সাধারণ ছুটি চলাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। এছাড়া ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।

একই আদেশে বলা হয়, ঈদ উপলক্ষে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে। কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। তবে বন্ধ করতে হবে বিকাল ৫টার মধ্যে।

পাঠকের মতামত: