কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রামুতে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

কক্সবাজারের রামুতে সাড়ে ৫ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

আটক ব্যক্তিরা হলো- রামু থানার হাসপাতাল পাড়ার মো. আবু তাহেরের ছেলে আবু তালেব (২৩), ঈদগড় বড়বিলের মৃত আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৭) এবং কক্সবাজার সদর থানার পূর্ব নাপিতখালীর মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হোছাইন (২৮)।

এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে দাবি র‌্যাবের। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক পঞ্চান্ন হাজার টাকা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রামু হাসপাতাল পাড়া এলাকা থেকে এদেরকে সাড়ে ৫ কেজি গাজাঁসহ আটক করা হয়। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির সময় এদেরকে আটক করা হয়।

আটক আসামি ও উদ্ধারকৃত গাঁজ সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

পাঠকের মতামত: