কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রামুর ইউপি নির্বাচনে স্বামীর প্রতিপক্ষ স্ত্রী, মা’র বিরুদ্ধে লড়ছেন ২ সন্তান!

হাবিবুর রহমান সোহেল, রামু::

এবারের নির্বাচনে রামু উপজেলার কাউয়ারখোপ ও কচ্ছপিয়া ইউনিয়নে স্বামী-স্ত্রী যুদ্ধে নেমেছে।

একদিকে কাউয়ারখোপ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ওসমান সরওয়ার মামুনের প্রতিদ্বন্দ্বী হিসাবে তার সহধর্মিণী কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার নমিনেশন ফরম জমা দিলেন।

অন্যদিকে কচ্ছপিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এনজিও কর্মকর্তা শফিক আকবর হেলালের প্রতিদ্বন্দ্বী হিসেবে তার স্ত্রী শাহেনা আক্তার সেলি মনোনয়ন জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে কাউয়ারখোপ ইউনিয়নে মোট ৮ জন ও কচ্ছপিয়া ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ১৭ অক্টোবর রবিবার দুপুরে রিটার্নিং অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা ফরম জমা দেন।

এছাড়া রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী মহিলা আওয়ামীলীগের সভাপতি খোদেসতা বেগম রীনা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি সাবেক চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরীর স্ত্রী। পাশাপাশি সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের ২ সন্তানও। তারা হলেন, সাদ আল আলম চৌধুরী ও ইয়াছিন মনির সোহাগ।

একই ইউনিয়নে এখন পর্যন্ত মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।

পাঠকের মতামত: