কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রামুর বিভিন্ন এলাকা রেডজোনের আওতায় আসছে , সম্ভাব্য রবিবার থেকে শুরু

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু::

রামুতে করোনা সংক্রমণ রোধে জরুরী সভা ২২ জুন সোমবার উপজেলা প্রশাসন হল রুমে অনুষ্ঠিত হয়। এতে  আলোচনায় উপজেলায় করোনা সংক্রমণ রোধে আগামী সম্ভাব‍্য ২৮ জুন হইতে রামু সদর চৌমুহনী ষ্টেশন সহ আশ পাশের এলাকা রেডজোনের আওতায় আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

করোনা সংক্রমণ রোধে জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন রামু কক্সবাজারের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। উপস্থিত ছিলেন, রামু থানার ওসি মো. আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক- শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, রামুতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি সদর ইউনিয়ন ফতেখাঁরকুলে। সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সরওয়ার উদ্দিন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যছাই মং চাক। এছাড়াও ফতেখাঁরকুল ইউনিয়নে করোনায় সংক্রমিত হয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া সহ ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন আজ পযর্ন্ত।

পাঠকের মতামত: