কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রাশিয়া ব্যর্থ হচ্ছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ গত দুই মাসের বেশি সময় ধরে চলছে। এখন পর্যন্ত উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন অনেকে। এ নিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মন্তব্য করেন, ‘রাশিয়া ইউক্রেনে ব্যর্থ হচ্ছে, আর ইউক্রেন সফল হচ্ছে’।

 

সোমবার পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। উপস্থিত সাংবাদিকদের বলেন, ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেড়ে নিতে চেয়েছিল রাশিয়া। কিন্তু ব্যর্থ হয়েছে। রাশিয়া তার সামরিক ও অর্থনৈতিক শক্তি দেখাতে চেয়েছিল। কিন্তু আমরা এর বিপরীতটাই দেখছি।
রবিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ও দেশটির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। ইউক্রেন যুদ্ধের দুই মাসের মাথায় এই প্রথম শীর্ষ দুই মার্কিন কর্মকর্তা কিয়েভ সফর করলেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: সিএনএন

পাঠকের মতামত: