কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা কিশোরীকে মিয়ানমারে ফেরত পাঠাতে চেয়েও পারেনি ভারত

মিয়ানমারে ১৪ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে ফেরত পাঠাতে চেয়েও পারেনি ভারত। বৃহস্পতিবার ওই মেয়েকে মণিপুর রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করে ভারত। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে অভ্যুত্থানের কারণে এই মুহূর্তে কোনো ধরনের হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেয়া সম্ভব নয় বলে জানানো হয়।

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে মেয়েটির পরিবার।
সে আসামে প্রায় এক বছর ধরে বসবাস করছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রতিবেশী দেশের অভিবাসন বিভাগ থেকে সীমান্তের গেট খোলার অনুমতি পাওয়া যায়নি। অভ্যুত্থানের কারণে এই মুহূর্তে কোনো ধরনের হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলায় প্রতিষ্ঠিত শরণার্থী শিবিরগুলোতে এবং তার আশপাশে গাদাগাদি করে অবস্থান করছে। উচ্চ জন্মহারের কারণে এ সংখ্যা এখন ১২ লাখ পেরিয়ে গেছে। তাদের কিছু আবার ভারতেও গেছে। ভারত প্রায়ই তাদের ফেরত দিতে চায়।

পাঠকের মতামত: