কক্সবাজার, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান জার্মানির

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে করোনা থেকে রক্ষায় ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে জার্মানি। স্থানীয় মুদ্রায় যা ২০ কোটি টাকার সমপরিমাণ। এ অনুদানে কপবাজারে অসুস্থ ভ্রমণকারীদের চিহ্নিতকরণ, পরীক্ষা এবং স্থানান্তরের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম)।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরও জানায়, জার্মানির অর্থায়নে তিনটি আইসোলেশন ও চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হবে। রোহিঙ্গা ক্যাম্পের ক্ষতিগ্রস্তদের জন্য কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পকে জোরদার করা হবে। এ ছাড়াও তিনটি অ্যাম্বুলেন্স এবং কন্ট্রাক্ট ট্রেসিং ও সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হবে।

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, কভিড-১৯ নিয়ে সচেতনতা বাড়াতে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় বিপদাপন্ন জনগোষ্ঠীদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও প্রসারিত করা জরুরি।

পাঠকের মতামত: