কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের জন্য ৯৬০ কোটি টাকা দিচ্ছে ইইউ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৯৬ মিলিয়ন ইউরো (৯৬০ কোটি টাকা) সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মানবিক, উন্নয়ন সহযোগিতা ও সংঘাত রোধে চলতি বছর এ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জ্যানেন লেনার্সিক।

সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তার জন্য অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ইইউর সহায়তার অর্থ খরচ করা হবে।

এ অর্থের মধ্যে কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী এবং রাখাইন রাজ্যে স্থানীয়ভাবে বাস্তুচ্যুতদের স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের জন্য ৩৯ মিলিয়ন ইউরো বরাদ্দ রয়েছে। এ ছাড়া এ অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি বজায় রাখা এবং সংঘাত রোধের জন্য সাহায্য হিসেবে সাড়ে পাঁচ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে।

পাঠকের মতামত: