কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদ পেতে সহযোগিতা: ইউপি সদস্য কারাগারে

নোয়াখালীর সেনবাগে চার রোহিঙ্গাকে নাগরিকত্ব সনদ প্রদানে সহযোগিতার দায়ে আব্দুল হাকিম (৩৯) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল হাকিম সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আক্কাছ মিয়ার ছেলে। তিনি একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাত ৯টায় আব্দুল হাকিমকে উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত বিকালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৪ নম্বর কাদরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জান জানান, আটক ইউপি সদস্যের আত্মীয় সাবের হোসেনের যোগসাজশে চার রোহিঙ্গাকে নাগরিকত্ব সনদ প্রদানে সহযোগিতা করেছিলেন আব্দুল হাকিম। এ ঘটনায় ২০১৯ সালে অভিযুক্ত ইউপি সদস্যসহ ওই সিন্ডিকেটের কয়েকজনকে আসামি করে চট্টগ্রাম আকবর শাহ থানায় একটি মামলা হয়। ওই মামলায় সেনবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পাঠকের মতামত: