কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের ফেরত নিয়ে এবার বদনাম ঘোচাবে সূচি: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি মিয়ানমারের নির্বাচনের পর সূচি সরকারের হাতে যথেষ্ট সময় আছে, তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিয়ে বদনাম ঘোচানোর।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সংক্ষিপ্ত সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন নির্বাচনে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার গঠন নিয়ে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, কোন যুদ্ধাংদেহী ভাব প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের থাকবেনা। ফলে বাংলাদেশের সাথে কুটনৈতিক সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে। বিশেষ করে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও অভিবাসী বিষয়ে নতুন সরকার আরও সোচ্চার হবেন।

একে মোমেন আরও বলেন, বাইডেন সরকার মানবাধিকার বিষয়ে যথেষ্ট সোচ্চার, মিয়ানমারে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সে বিষয়েও হয়তো বাইডেন সরকার সোচ্চার হবেন।

এদিকে গত বৃহস্পতিবার রাজধানীতে কয়েকটি বাসে আগুনের বিষয়ে তিনি বলেন, কেউ যদি রাজনীতির কারণে এগুলো করে থাকেন তাহলে তারা ভুল পথে চলছেন। জড়িতদের বিচার হবে।

রাবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মন্ত্রী।

পাঠকের মতামত: