কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর পাঁচ আহবান

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে এবং তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিতে পাঁচটি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘে সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) লোটে প্যালেস হোটেলে রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

গত আগস্ট মাসে দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের ষষ্ঠ বছরে পা দিয়েছে বাংলাদেশ। অথচ একজনকেও তাদের ঘরে ফিরে যেতে দেখা যায়নি।

নিউইয়র্কে রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংকটের উৎপত্তিস্থল মিয়ানমারে এবং তার সমাধানও সেখানেই রয়েছে।

বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গাদের আশ্রয় নেওয়া এবং প্রতিবছর শরণার্থী শিবিরে ৩০ হাজার নবজাতকের জন্ম নেওয়ার তথ্যও তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, রোহিঙ্গাদের ভরণপোষণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতি প্রয়োজন।

রোহিঙ্গাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়াসহ পাঁচটি সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেক্সিংটন হোটেলে অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-এএমআর বিষয়ে একটি প্রাতঃরাশ বৈঠকে বক্তব্য রাখেন। একটি বড় ধরণের সংকটে পরিণত হওয়ার আগেই এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ঠেকাতে টেকসই রাজনৈতিক সদিচ্ছা ও পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

এ ছাড়া বৃহস্পতিবার ব্যস্ততম দিনে, গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পাঠকের মতামত: