কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়পত্র বাতিল করে ক্যাম্পে হস্তান্তরের দাবি

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন, এনআইডি কার্ড, পাসপোর্ট বাতিল করে তাদের শরণার্থী ক্যাম্পে হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার সদরবাসী।

আজ শনিবার (২৬ জুন) ঈদগাঁও বাস স্টেশনে ইসলামাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বশির আহমদের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয়রা রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে নাম কর্তন, জন্মনিবন্ধন বাতিল, পাসপোর্ট বাজেয়াপ্ত এবং অবিলম্বে রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্পে স্থানান্তরের দাবি জানান।

জানা গেছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় দুই শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ দীর্ঘদিন ধরে ঈদগাঁও থানার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এসে অবৈধ বসতি স্থাপন করে এবং বেশিরভাগ রোহিঙ্গা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে নিজেদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন। এমনকি একই পরিবারের ৮ জনের নামে বাংলাদেশি পাসপোর্টও ইস্যু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা বর্তমানে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী হিসেবে অবস্থান করছেন। এ বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে চলতি মাসের ১৭ জুন দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদি হয়ে একটি মামলা রুজু করেন।
পূর্বকোণ

পাঠকের মতামত: