কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ইস্যুতে সরগরম দেশের রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে সরগরম রাজনীতি। সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতায় সরকার পুরোপুরি ব্যর্থ; অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপির এই বক্তব্য মনগড়া, মিথ্যাচার। আর নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার দাবি, নোবেল পাবার আশায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির তিন বছর হবে আগামি নভেম্বরে। যদিও একাধিক উদ্যোগের পরেও আলোর মুখ দেখেনি সেই চুক্তি। তবে আশার কথা হলো সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতে রোহ্ঙ্গিা ইস্যুতে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হয়েছে মিয়ানমার।

শুক্রবার বিএনপি আওয়ামী লীগসহ রাজনৈতিক অঙ্গনে রোহিঙ্গা ছিলো আলোচনার বিষয়। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব সংকট নিরসনে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

চট্টগ্রামে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে তথ্যমন্ত্রী বলেন, সরকারের কূটনৈতিক সফলতার কারণে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি।

এদিকে, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার দাবি রোহিঙ্গা ইস্যু নিয়ে বেশি চালবাজি করার ফলে সরকার এখন আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়েছে।

রাজধানীর তোপখানা রোডে দেশব্যাপি নারী নির্যাতন কোনপথে বাংলাদেশ শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় মানবাধিকার সমিতি।যমুনাটিভি

পাঠকের মতামত: