কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ দোকানপাট উচ্ছেদ

কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশের সদস্যদের সহায়তায় সিআইসি’র নেতৃত্বে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নে মঙ্গলবার সন্ধ্যায় উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের সহকারি ইনচার্জ (সিআইসি) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্পের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানে রাস্তার পার্শ্বের দোকানপাটগুলো তুলে দেওয়া হয়।

পরবর্তীতে আগামী ২৫ ও ২৬ অক্টোবর ক্যাম্পের বিভিন্ন ব্লকে অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলো উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।
উচ্ছেদ অভিযান চলাকালীন আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের মোবাইল ডিউটি টিম সার্বক্ষণিক আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

পাঠকের মতামত: