কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে আগুনে দুটি দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ব্লক-ডি’র মাছের বাজারে আগুনের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছার আগেই রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো. এমদাদুল হক জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। এতে একটি ইলেকট্রনিকসের দোকান ও একটি ভাঙারির দোকান পুড়ে গেছে।

এর আগে ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের আগুনের ঘটনায় ১১ জন নিহত হন। চারশ’র বেশি মানুষ আহত হয়েছেন। আগুনে ১০ হাজারের বেশি ঘর পুড়ে যায়।

পাঠকের মতামত: