কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা স্কাসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত

রোহিঙ্গা ক্যাম্প-১৭ তে ইউনিসেফের অর্থায়নে এনজিও সংস্থা স্কাসের লার্নিং সেন্টারের শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।

১ মার্চ রবিবার সকাল ১০ টায় অনুষ্টিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু শিল্পীদের পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প ইনচার্জ আবু সালেহ মোহাম্মদ ওবাইদুল্লাহ,বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন ও সহকারী ক্যাম্প ইনচার্জ সুমিত শাহা। অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্প ইনচার্জ আবু সালেহ মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন,পড়ালেখার পাশাপাশি শিশুদের বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে,শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে। বর্তমানে নারীরা এনজিও সমুহে ভুমিকা রেখে যাচ্ছে। স্কাস চেয়ারম্যান নারী হয়ে যেভাবে মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন, অন্যদের জন্য তিনি অনুপ্রেরণা হবেন বলে আমার বিশ্বাস।

পাঠকের মতামত: