কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।

আটকরা হলো নবি হোসেনের ছেলে মো. হোসেন (২২), নুরুল ইসলামের ছেলে জুহুর আলম (২০), মৃত নুর মোহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (২০)। তারা প্রত্যেকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি বলেন, কয়েক জন রোহিঙ্গা সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকে অবস্থান করছে এমন একটা সংবাদ পাই। অভিযান চালানো হলে পুলিশের উপিস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই সন্ত্রাসীরা। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে জব্দ অস্ত্রসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: