কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাত কামাল গ্রুপের সদস্য আটক

কক্সবাজারের টেকনাফে হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কামাল গ্রুপের এক সদস্যকে আটক করেছে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা।

কক্সবাজার ১৬ আমর্ড ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চাত করেন। তিনি জানান,সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা রেজিষ্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে বন্দুকযুদ্ধে নিহত আরসা কমান্ডার নুরুল আলমের ছোট ভাই ডাকাত কামাল গ্রুপের সক্রিয় সদস্য এইচ ব্লকের শেড নং ৬১৬/৪, এমআরসি নং-১৯৬১৩/এএর বাসিন্দা আলী আহমদের ছেলে জিয়াউর রহমানকে (৩১) আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটক ডাকাত দলের সদস্যকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কুখ্যাত রোহিঙ্গা জকির ডাকাতের পতন হওয়ার পর ক্যাম্প থেকে পালিয়ে থাকা দুবৃর্ত্ত ও ডাকাত দলের সদস্যরা আবারো সক্রিয় হয়ে নানা অপতৎপরতা চালিয়ে আসছিল।

পাঠকের মতামত: