কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: ২৯ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়েছে।

রোববার দুপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে চার্জ গঠন হয়। এই মামলায় ২৯ জন আসামীর মধ্যে চার্জ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন ১৫ জন। বাকিরা পলাতক রয়েছে। এই মামলার স্বাক্ষী ৩৮ জন।

পরবর্তী বিচার কার্য্যের জন্য আদালত শীঘ্রই সময় নির্ধারণ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।

তিনি জানান, স্বাক্ষীদের সমন জারি করা হবে, যাতে দ্রুত সময়ের মধ্যে স্বাক্ষীদের স্বাক্ষ্য সম্পন্ন করে বিচার কার্যক্রম শেষ করা হয়।

২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকের ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান স্যালভেশন আর্মির’(আরসা) কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়।

পরের দিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত করেন উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন। দীর্ঘ তদন্ত শেষে ১৩ জুন তিনি ২৯ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশ জানিয়েছে, এই মামলায় আটক ১৫ জন আসামী বিভিন্ন সময়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

পাঠকের মতামত: