কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রোহিঙ্গা শিবিরে ১৪-এপিবিএন’র অভিযানে আটক ৬

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ১৪ এপিবিএন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও দুষ্কৃতকারী ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন এর অধিনায়ক মোঃ নাইমুল হক।

আটককৃতরা হলেন, ক্যাম্প-১ আহম্মদ হোসেনের ছেলে নুর হোসেন (২৭) ও নুর আলমের ছেলে মোঃ ফারুক (৩৫), ক্যাম্প-৪ আব্দুল শুক্কুরের ছেলে নুর হোসেন (৪০)৷
এছাড়া ক্যাম্প-৬ / ১ ইস্টে মৃত হোসেন আহমেদের ছেলে আসামি (সাব মাঝি) মোঃ কামাল হোসেন(৩০), আব্দুল গনির ছেলে জিয়াউর রহমান(৩১), ক্যাম্প-৪ আমিন উল্লাহর ছেলে অপহরণ মামলার আসামি আয়াতুল্লাহ(২৮) কে আটক করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) -১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সহকারী পুলিশ সুপার এ,কে,এম এমরানুল হক মারুফের নেতৃত্বে এসআই মোঃ শফিকুল আলম বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। আটককৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত: