কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

লঘুচাপের প্রভাবে দেশে গ্যাস সংকট থাকবে ৩ দিন

সাগরে লঘুচাপ আর মৌসুমি বায়ুর জেরে উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এতে প্রতিদিন যে পরিমাণ গ্যাস সরবরাহ করা কথা তা সম্ভব হবে না।
সে কারণে সোমবার (১৪ জুন) থেকে আগামী ১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ ব্যাহত হবে। সেকারণে তিন দিন সারাদেশে গ্যাসের সংকট থাকবে।
এমনটি জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (উত্তর) ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার পারভেজ।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। ফলে এলএনজি নামাতে পারবে না তারা। এজন্য ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এর ফলে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না।

পাঠকের মতামত: