কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ইমাম খাইর::

উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গড়ে উঠা ১০০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১ ওয়েস্টের সি.ডি.ই এবং এফ ব্লকের রাস্তার আশপাশ এলাকায় অভিযানটি পরিচালিত হয়েছে।
তবে, এতে জড়িত কাউকে আটক করা হয় নি।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সংবাদটি জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

তিনি জানান, লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের সি.ডি.ই এবং এফ ব্লকের রাস্তার আশপাশে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠে। সতর্ক করার পরও স্থাপনা সরায়নি সংশ্লিষ্টরা। অবশেষে ক্যাম্প পুলিশের সহায়তায় সিআইসি কর্তৃক অভিযান চালিয়ে ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
যাবতীয় অবৈধ কর্মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান অধিনায়ক মো. নাইমুল হক।

পাঠকের মতামত: