কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লোহাগাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১২

চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার বারো আউলিয়া ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত নিশ্চিত করেছেন।

নিহত দুজনের একজন চন্দনাইশ উপজেলার কাঞ্চনার ইউনিয়নের বাদমতলা এলকার বসিন্দা শওকত (২৪)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী জানান, সৌদিয়া বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সৌদিয়া বাসটি মহাসড়কে উল্টে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত জানান, যাত্রীবাহী সৌদিয়া বাসটি  কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী ডায়মন্ড সিমেন্ট বোঝাই করা ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করে দোহাজারি হাইওয়ে থানায় রাখার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

পাঠকের মতামত: